Skip to main content

Posts

Showing posts from December, 2024

Bengali Poem : Snadhya Bela

**সাঁঝের আলোয় নদীতীরের গান** পদ্মার কূলে সাঁঝের আলো, গোধূলির রঙে রাঙা। নদীর বুকে ঢেউয়ের ছন্দ, তালে তালে বাজে বাঁশি বাঁকা। ধানখেত ভরা সোনার গল্প, পাকা শীষে মেখে রোদ। হালকা বাতাস দোলায় ফসল, সবুজ প্রাণে জাগায় মোদ। দূর আকাশে রক্তিম সূর্য, নেমে আসে ধীরে ধীরে। নৌকার মাঝি দাঁড় বেয়ে যায়, নদীর ধারা মুগ্ধ করে। পাখির দল ফিরে নীড়ে, ঝাউয়ের ডালে বসে। গাঁয়ের পথটা নিঝুম এখন, সন্ধ্যার আলো জ্বলে। নদীর ধারে গ্রামের জীবন, ছবির মতো স্নিগ্ধ। সাঁঝের আঁচলে মুঠো ভরে, রাখে প্রকৃতি শান্ত।

12-My Net Worth as on 15th December 2024

Bengali Poem : Gramer Chabi

**গ্রামের ছবি** সবুজ মাঠের কোলে মিশে, সোনার ফসল হাসে। কাঁচা রাস্তা ধুলো মাখা, জীবন জুড়ে ভাসে। পুকুরপাড়ে শাপলা ফুটে, হাসি ছড়ায় ঢেউয়ে। আমের ডালে পাখির ডাক, স্বপ্ন আঁকে মেঘে। খেজুরগাছের রসের গন্ধ, ভোরের হাওয়া বয়ে। গরুর গাড়ি চাকা ঘুরে, ধীরলয়ে রোদে। বটগাছের ছায়ায় বসে, জড়ো হয় গ্রামের মেলা। হাতের মুঠোয় শিশুর হাসি, আনন্দ যেন ঢেলা। সন্ধ্যা হলে প্রদীপ জ্বলে, ঘরে ঘরে আলো। মাটির ঘ্রাণে মাখা জীবন, গ্রামের ছবি ভালো।

Level up your productivity game - use 5 ChatGPT prompts to maximize your time

****************Find your true purpose*************** "Guide me through identifying my true purpose and aligning my daily actions with it. Ask me questions, one at a time, about what energizes me, what impact I want to make, and what success looks like to me. After each response, dig deeper with follow-up questions. Once we've explored these areas, create a purpose statement and suggest 3 daily habits that will keep me focused on this mission." *********Hold a weekly debrief********* "Your task is to create a weekly debrief agenda to review my personal and professional progress. My three goals are [describe your 3 main goals]. First, ask me questions, which must be asked one by one, about how these goals are measured, and what signals progress towards them. After 10 questions, create (a) a matrix I complete each week, where I rank 5 elements of the week on a scale of 1 (no progress) to 5 (amazing progress). Then (b) suggest 5 questions I answer every week, to report...