Skip to main content

Bengali Poem : Snadhya Bela

**সাঁঝের আলোয় নদীতীরের গান** পদ্মার কূলে সাঁঝের আলো, গোধূলির রঙে রাঙা। নদীর বুকে ঢেউয়ের ছন্দ, তালে তালে বাজে বাঁশি বাঁকা। ধানখেত ভরা সোনার গল্প, পাকা শীষে মেখে রোদ। হালকা বাতাস দোলায় ফসল, সবুজ প্রাণে জাগায় মোদ। দূর আকাশে রক্তিম সূর্য, নেমে আসে ধীরে ধীরে। নৌকার মাঝি দাঁড় বেয়ে যায়, নদীর ধারা মুগ্ধ করে। পাখির দল ফিরে নীড়ে, ঝাউয়ের ডালে বসে। গাঁয়ের পথটা নিঝুম এখন, সন্ধ্যার আলো জ্বলে। নদীর ধারে গ্রামের জীবন, ছবির মতো স্নিগ্ধ। সাঁঝের আঁচলে মুঠো ভরে, রাখে প্রকৃতি শান্ত।

Comments