Skip to main content

Bengali Poem : Gramer Chabi

**গ্রামের ছবি** সবুজ মাঠের কোলে মিশে, সোনার ফসল হাসে। কাঁচা রাস্তা ধুলো মাখা, জীবন জুড়ে ভাসে। পুকুরপাড়ে শাপলা ফুটে, হাসি ছড়ায় ঢেউয়ে। আমের ডালে পাখির ডাক, স্বপ্ন আঁকে মেঘে। খেজুরগাছের রসের গন্ধ, ভোরের হাওয়া বয়ে। গরুর গাড়ি চাকা ঘুরে, ধীরলয়ে রোদে। বটগাছের ছায়ায় বসে, জড়ো হয় গ্রামের মেলা। হাতের মুঠোয় শিশুর হাসি, আনন্দ যেন ঢেলা। সন্ধ্যা হলে প্রদীপ জ্বলে, ঘরে ঘরে আলো। মাটির ঘ্রাণে মাখা জীবন, গ্রামের ছবি ভালো।

Comments